ADVERTISING

করোনা সংক্রমণের মাঝে জাপানের অর্থনীতি ঝুকির মুখে: ইয়েন নিম্নমুখী

করোনা সংক্রমণের মাঝে জাপানের অর্থনীতি ঝুকির মুখে: ইয়েন নিম্নমুখী করোনা সংক্রমণের মাঝে জাপানের অর্থনীতি ঝুকির মুখে: ইয়েন নিম্নমুখী

MarketDeal24.Com – মার্কিন ডলারের মতো সেইফ হ্যাভেন হিসেবে খ্যাত জাপানের ইয়েন ইদানীং নিম্নমুখী অবস্থায় রয়েছে। আমেরিকার মতো জাপানের অর্থনীতিও তার অনেক সমকক্ষদের তুলনায় ধীরে ধীরে পুনরুদ্ধার হওয়ার ঝুঁকিতে রয়েছে।

টোকিওতে নতুন করে হওয়া করোনা ভাইরাস সংক্রমণের পুনরুত্থান জাপানের বৈশ্বিক বাণিজ্য এবং দেশীয় চাহিদাকে প্রচুর পরিমাণে হ্রাস করেছে। আর এই দৃষ্টিভঙ্গি যদি অব্যাহত থাকে তবে ইয়েনের সামনে আর খারাপ সময় আসতে পারে।

এদিকে আগামী সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া প্রতিবেদনগুলো বর্তমানের এই চিত্র যে পরিবর্তন করবে, সেই আশাও করা যাচ্ছে না। বৃহস্পতিবার প্রকাশিত হতে যাওয়া জাপানের খুচরা বিক্রয় পরিসংখ্যান জুনের জন্য হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে শুক্রবার প্রকাশিত হতে যাওয়া প্রাথমিক শিল্প উৎপাদন নিয়ে করা পূর্বাভাসটিতে হ্রাসের পরিমাণ অপেক্ষাকৃত কম।

এই সপ্তাহে বাংলাদেশ পুঁজিবাজারের যেসব খবর বিনিয়োগকারীদের জানা দরকার

Forexmart

leave a reply