AUD/USD: টেকনিক্যাল এনালাইসিস | ২রা সেপ্টেম্বর, ২০২০

AUD/USD: টেকনিক্যাল এনালাইসিস | ২রা সেপ্টেম্বর, ২০২০ AUD/USD: টেকনিক্যাল এনালাইসিস | ২রা সেপ্টেম্বর, ২০২০

MarketDeal24.Com – চার ঘণ্টার টাইম ফ্রেমে 0.74 এর উপরে টানা দুইবার মূল্যহ্রাস হওয়ার পরে, মঙ্গলবার মার্কিন সেশনে AUD/USD পেয়ারটির মূল্য 0.7350 এর আশেপাশে নেমে আসে। এই লেভেল ব্রেক হলে সর্বোচ্চ 0.7227 থেকে শুরু হওয়া ট্রেন্ড লাইন রেসিস্টেন্সকে (বর্তমানে সাপোর্ট) অতিক্রম করে 0.73 হ্যান্ডেলে নেমে যেতে পারে AUD/USD পেয়ারটির প্রাইস।

এদিকে লং টার্ম ট্রেডারদের জন্য সাপ্তাহিক টাইম ফ্রেমে রেসিস্টেন্স 0.7379 কে কার্যকর অবস্থায় দেখা যাচ্ছে, যেখানে প্রাইস শুটিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করেছে। একইভাবে, ডেইলি প্রাইস ৪ই ডিসেম্বরের সর্বোচ্চ লেভেল 0.7393 এর নীচে অবস্থান করছে টানা পাঁচদিনের ঊর্ধ্বমুখী অবস্থার অবসান ঘটিয়ে। ডেইলি টাইম ফ্রেমে সাপোর্ট হিসেবে রয়েছে 0.7235 লেভেলটি যা আগে Quasimodo রেসিস্টেন্স হিসেবে কাজ করেছে।

বিবেচনার জায়গাগুলো:

চার ঘন্টার টাইম ফ্রেমে আজকে 0.7350 কে দেখা যেতে পারে। যদিও এই লেভেলটি মূল্য ধরে রাখতে পারবে কিনা তা বুঝা যাচ্ছে না যেহেতু বড় টাইম ফ্রেমে বায়াররা মার্কেটে প্রবেশ করার আগে পর্যন্ত প্রাইস 0.7235 পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উপরে উল্লেখিত চার ঘন্টার ট্রেন্ড লাইন সাপোর্ট বা 0.73 হ্যান্ডেল থেকেও মার্কেট ঊর্ধ্বমুখী হতে পারে।

leave a reply