AUD/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস

AUD/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস AUD/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস

সাপ্তাহিক লাভ/লস: +0.02%

সাপ্তাহিক ক্লোজ: 0.7282

AUD/USD সাপ্তাহিক টাইম ফ্রেম:

রেসিস্টেন্স 0.7379 এর নিচে সেলাররা AUD/USD পেয়ারটির নিম্নমুখীতা ধরে রাখতে ব্যর্থ হয়েছে, যার ফলে সাপোর্ট লেভেল 0.7147 তে প্রাইস আর যেতে পারে নি।

মার্চ মাসে সর্বনিম্ন 0.5506 তে নেমে যাওয়ার পর থেকেই মার্কেট ঊর্ধ্বমুখী ট্রেন্ড অনুযায়ী রয়েছে, যার ফলে বর্তমান রেসিস্টেন্স কে অতিক্রম করে রেসিস্টেন্স 0.7495 এর দিকে প্রাইস যাওয়ার সম্ভাবনা অনেক। বর্তমান সাপোর্ট লেভেলের নিচে প্রাইস গেলে সকলের নজর থাকবে ২০২০ সালের ওপেনিং লেভেল 0.7016 এবং ২০১৯ সালের ওপেনিং লেভেল 0.7042এর দিকে।

Forexmart

ডেইলি টাইম ফ্রেম:

ডেইলি টাইম ফ্রেমে আগের সপ্তাহে 0.7235 লেভেল থেকে তেমন সাপোর্ট পাওয়া যায় নি যেখানে সপ্তাহের সেশের দিকে টানা দুইটি শুটিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি হয়।

উপরের দিকে, ডিসেম্বর ৪ এর সর্বোচ্চ বা রেসিস্টেন্স লেভেল 0.7393 সবাইকে আকর্ষন করছে। এই লেভেলটি Quasimodo রেসিস্টেন্স 0.7442 তে প্রাইস যেতে বাধা প্রদান করছে। এই সপ্তাহে 0.7235 লেভেলটি ব্রেক করলে সাপোর্ট লেভেল 0.7049 তে প্রাইস নেমে যেতে পারে।

H4 টাইম ফ্রেম:

বুধবারে দুইটি ট্রেন্ড লাইন সাপোর্ট (0.7076/0.6963) এর কারণে প্রাইস 0.72 হ্যান্ডেলকে অতিক্রম করে 0.73 হ্যান্ডেলের কাছাকাছি চলে আসে, যদিও গত সপ্তাহে কয়েকবার প্রাইস নেমে যাওয়ার চেস্টা হয়েছে। প্রাইস বৃদ্ধি পেয়ে 0.73 এর উপরে উঠে গেলে মার্কেট বিয়ারিশ হবে এবং সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 0.7376 এর দিকে অগ্রসর হবে। এর সাথেই রয়েছে সাপ্তাহিক রেসিস্টেন্স 0.7379 এবং ডেইলি রেসিস্টেন্স 0.7393।

বিবেচনার জায়গাগুলো:

যদিও 0.73 কে ব্রেক করা অনেক কঠিন প্রমাণিত হয়েছে, তবুও সেলাররা তাদের গতিপথ হারিয়ে ফেলেছে। এর মধ্যে বৃহস্পতিবারে মূল্য বৃদ্ধি পেয়ে 0.7324 তে উঠে যাওয়ায় বেশিরভাগ সেলারদের স্টপ লস অর্ডার পূরন হয়ে গিয়েছে। নিম্নমুখী চাপের অভাবে মার্কেট বায়াররা দখল করে নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

leave a reply