AUD/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর – ৪ ডিসেম্বর, ২০২০

AUD/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০ AUD/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০

সাপ্তাহিক লাভ/লস: +1.02%

সাপ্তাহিক ক্লোজ: 0.7376

AUD/USD সাপ্তাহিক টাইম ফ্রেম:

AUD/USD পেয়ারটি নভেম্বরের প্রথম দিকে ৩% মূল্য হ্রাস পাওয়ার ফলে ২০২০ সালের ওপেনিং লেভেল (0.7016) এবং 2019 এর ওপেনিং লেভেল (0.7042) এর আশেপাশে নেমে আসার পরে গত সপ্তাহের শেষে রেসিস্টেন্স 0.7379 এর সাথে ক্লোজ হয়েছে। ২০২০ সালের প্রথম থেকে মার্কেট এর ট্রেন্ড ঊর্ধ্বমুখী হওয়ার ফলে বায়ায়রা এখনো রেসিস্টেন্স 0.7495 এর দিকে নজর দিতে পারে।

ডেইলি টাইম ফ্রেম:

নভেম্বরের ১৩ তারিখে সাপোর্ট 0.7235 তে মূল্য পরীক্ষিত হওয়ার পরে বায়াররা মার্কেটের দখল নিয়ে শুক্রবারে রেসিস্টেন্স 0.7393 তে নিয়ে যায় প্রাইস। ডিসেম্বর ২০১৮ সালের পর থেকে এই লেভেলটি অক্ষত অবস্থায় রয়েছে। লেভেলটি ব্রেক করলে সাপ্তাহিক রেসিস্টেন্স 0.7495 কে টার্গেট করবে।

Forexmart

চার ঘন্টার টাইম ফ্রেম:

সাম্প্রতিক সময়ে চার ঘন্টার টাইম ফ্রেমে ঊর্ধ্বমুখী ট্রায়াঙ্গেল প্যাটার্ন 0.7340 এর উপরে উঠে গিয়েছে পেয়ারটির প্রাইস। এর ফলে বর্তমানে 0.7544 কে টার্গেট করছে AUD/USD পেয়ারটি। যদিও এই লেভেলে যাওয়ার আগে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 0.7376, 0.74 হ্যান্ডেল এবং Quasimodo রেসিস্টেন্স 0.7403।

বিবেচনার জায়গাগুলো:

  • চার ঘন্টার ঊর্ধ্বমুখী ট্রায়াঙ্গেল এর উপরের ব্রেক আউট বায়াররা 0.7544 কে টার্গেট করবে।
  • সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 0.7376, সাপ্তাহিক রেসিস্টেন্স 0.7379 এবং ডেইলি রেসিস্টেন্স 0.7393 মিলে একটি রেসিস্টেন্স এরিয়া তৈরি করবে। যার সাথে রয়েছে Quasimodo রেসিস্টেন্স 0.7403 এবং 161.8% Fibonacci projection point at 0.7411।

leave a reply