AUD/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস

AUD/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস AUD/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস

সাপ্তাহিক লাভ/লস: +0.25%

সাপ্তাহিক ক্লোজ: 0.7157

AUD/USD সাপ্তাহিক টাইমফ্রেম:

বায়াররা এবং সেলাররা রেসিস্টেন্স লেভেল 0.7147 এর আশেপাশে নিজেদের জায়গা দখল করার লড়াই করে যাচ্ছে। সাম্প্রতিক সপ্তাহে মূল্যবৃদ্ধি কিছুটা স্থগিত হয়ে পড়েছে যেহেতু ২০২০ সালের ওপেনিং লেভেল 0.7016 এবং ২০১৯ সালের ওপেনিং লেভেল 0.7042 তে প্রাইস নেমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, যদি 0.7147 কে ব্রেক করে ফেলে তাহলে রেসিস্টেন্স 0.7308 তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেইলি টাইমফ্রেম :

শুক্রবারে Quasimodo রেসিস্টেন্স 0.7235 প্রাইস এর উপর প্রভাব ফেলেছে এবং তিন দিনের ঊর্ধ্বমুখী অবস্থার অবসান ঘটিয়েছে। এই মূল্য হ্রাসের ফলে এই সপ্তাহে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে 0.7049। যদিও বর্তমানে চলমান ঊর্ধ্বমুখী ট্রেন্ডের কারণে প্রাইস বৃদ্ধি পেতে পারে এবং Quasimodo রেসিস্টেন্স 0.7339 তে যেতে পারে।

Forexmart

চার ঘন্টার টাইমফ্রেম:

0.72 লেভেলটি শুক্রবারে মার্কিন সেশন শুরু হওয়ার সময়ে তার অবস্থান পরিত্যাগ করে এবং মার্কিন NFP এর প্রভাব পরিলক্ষিত হয়। বৃহস্পতিবারের সর্বনিম্ন 0.7174 কে অতিক্রম করে প্রাইস সর্বনিম্ন 0.6921 থেকে শুরু হওয়া ট্রেন্ড লাইন রেসিস্টেন্স এর দিকে ধাবিত হয়। এই সপ্তাহে আরো সাপোর্ট পাওয়া যেতে পারে ট্রেন্ড লাইন সাপোর্ট (0.6832) থেকে, যা কিনা 0.71 হ্যান্ডেল এবং সাপোর্ট জোন 0.7063-0.7083 এর কাছেই অবস্থিত।

বিবেচনার জায়গাগুলো:

সাপ্তাহিক টাইম ফ্রেমে প্রাইস হ্রাস পাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এবং ডেইলি টাইম ফ্রেমে Quasimodo রেসিস্টেন্স 0.7235 থেকে মূল্য হ্রাস পাওয়ার ফলে ছাড় ঘন্টার টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন সাপোর্ট (0.6832) তে মূল্য পরীক্ষিত হতে পারে।

চার ঘন্টার টাইম ফ্রেমে সাপোর্ট ট্রেডাররা আশা করবে যে বায়াররা যেন মার্কেটে প্রবেশ করে। যদি এটি ব্যার্থ হয় তবে আমরা ডেইলি সাপোর্ট 0.7049 এর দিকে ধাবিত হবো, যার নীচে রয়েছে চার ঘন্টার সাপোর্ট 0.7042।

GBP/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস

leave a reply