EUR/USD: টেকনিক্যাল এনালাইসিস । ২২শে সেপ্টেম্বর, ২০২০

সোমবারে মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে মার্কেটে ঝুঁকি বৃদ্ধি পাওয়ার ফলে। যার ফলে EUR/USD পেয়ারটির প্রাইস সর্বোচ্চ 1.2010 থেকে শুরু হওয়া চার ঘন্টার ট্রেন্ড লাইন রেসিস্টেন্স এর নিচে চলে গিয়েছে। চার ঘন্টার টাইম ফ্রেমে 1.18 লেভেল এবং আগস্টের ওপেনিং লেভেল 1.1771 কার্যকর অবস্থায় ছিলো এবং সাপ্তাহিক সাপোর্ট 1.1733 তে প্রাইস যাওয়ার সব রাস্তা পরিস্কার হয়ে গিয়েছিলো। বর্তমানে প্রাইস Quasimodo সাপোর্ট 1.1723 এবং 1.17 হ্যান্ডেলের উপরে অবস্থান করছে।

সাপ্তাহিক টাইম ফ্রেমে সাপোর্ট হিসেবে কাজ করবে 1.1733 লেভেলটি এবং রেসিস্টেন্স হিসেবে রয়েছে ২০১৮ সালের ওপেনিং লেভেল 1.2004, যা কিনা Quasimodo রেসিস্টেন্স 1.2092 এর ঠিক নিচে অবস্থিত। বর্তমান সাপোর্ট কে ব্রেক করলে প্রাইস ২০১৯ সালের ওপেনিং লেভেল 1.1445 এর দিকে যেতে পারে।

আগস্ট মাস থেকেই উপরে উল্লেখিত সাপ্তাহিক সাপোর্ট 1.1733 ডেইলি টাইম ফ্রেমে অনেক উপকারী লেভেল হিসেবে কাজ করেছে যেখানে ডেইলি রেসিস্টেন্স রয়েছে 1.1940 এবং 1.2002 তে।

এই সপ্তাহে ডেইলি টাইম ফ্রেমে 1.2002 কে অতিক্রম করলে সবার নজর থাকবে সাপ্তাহিক Quasimodo রেসিস্টেন্স 1.2092 এর দিকে, যেখানে 1.1733 এর নিচে নেমে গেলে সর্বোচ্চ 1.1147 থেকে নেওয়া চ্যানেল রেসিস্টেন্স ( বর্তমানে সাপোর্ট ) লেভেলে প্রাইস নেমে যাবে।

Forexmart

বিবেচনার জায়গাগুলোঃ

সাপ্তাহিক টাইম ফ্রেমে আমরা বর্তমানে একটি গুরুত্বপূর্ন সাপোর্ট লেভেলে অবস্থান করছি এবং পেয়ারটি মার্চ থেকেই ডেইলি টাইম ফ্রেমে ঊর্ধ্বমুখী ট্রেন্ডে আছে। এর ফলে কিছু ট্রেডাররা আজকে মার্কেট ঊর্ধ্বমুখী করার টার্গেট নিবে। যদিও চার ঘন্টার টাইম ফ্রেমে সাপ্তাহিক সাপোর্ট কে ব্রেক করে Quasimodo সাপোর্ট 1.1723 তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগস্টের ওপেনিং লেভেল 1.1771 আজকে রেসিস্টেন্স হিসেবে কাজ করবে।

leave a reply