EUR/USD: টেকনিক্যাল এনালাইসিস | ১০ই জুলাই, ২০২০

EUR/USD: টেকনিক্যাল এনালাইসিস | ১০ই জুলাই, ২০২০ EUR/USD: টেকনিক্যাল এনালাইসিস | ১০ই জুলাই, ২০২০

MarketDeal24.Com – বৃহস্পতিবার US dollar index সূচকটি কিছুটা পুনরুদ্ধার করেছে, যদিও সূচকটি এখনো সম্পূর্ণ স্থিতিশীল অবস্থানে আসতে সক্ষম হয়নি।

মার্কিন শ্রম বিভাগের তথ্য মতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ বেকারত্ব দাবির পরিসংখ্যানটি প্রত্যাশার থেকে ভালো এসেছে।

EUR/USD পেয়ারটির চার ঘন্টার টাইম ফ্রেমে Quasimodo রেসিস্টেন্স 1.1340 এ দুটি ক্যান্ডেলে ফেক আউট করে সর্বোচ 1.1370 লেভেলে গিয়েছে। এছাড়া এই মুহূর্তে আরেকটি দুর্বল পয়েন্ট হলো জুলাইয়ের ওপেনিং লেভেল 1.1235 এবং হ্যান্ডেল 1.12।

সাপ্তাহিক টাইম ফ্রেমে পেয়ারটির প্রাইস ২০২০ সালের ওপেনিং লেভেল 1.1222 এবং সর্বোচ্চ 1.2555 থেকে শুরু হওয়া ট্রেন্ড লাইন রেসিস্টেন্স এর মধ্যে অবস্থান করছে। এইখান থেকে আরো বায়িং হলে ২০১৯ সালের ওপেনিং লেভেল 1.1445 তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি প্রাইস হ্রাস পায় তাহলে ২০১৬ সালের ওপেনিং লেভেল 1.0873 তে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Forexmart

ডেইলি টাইম ফ্রেমে জুনের শুরু থেকেই রেসিস্টেন্স 1.1349 প্রাইসকে উপরের দিকে যেতে বাধা দিয়ে আসছে। 1.1349 কে ব্রেক করলে রয়েছে 161.8% Fibonacci extension point 1.1464, যেখানে এই লেভেল থেকে উপেক্ষিত হলে ২২ই জুনের সর্বনিম্ন 1.1168 তে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাপোর্ট হিসেবে কাজ করবে ২৭শে মার্চের সর্বোচ্চ লেভেল 1.1147, যার কাছেই রয়েছে 38.2% Fibonacci retracement ratio 1.1155।

বিবেচনার জায়গাগুলো:

চার ঘন্টার টাইম ফ্রেমে প্রাইস 1.13 লেভেলকে অতিক্রম করতে পারে, এছাড়া ডেইলি রেসিস্টেন্স রয়েছে 1.1349 লেভেলে। আজ মার্কেটে অতিরিক্ত সেলের সম্ভাবনা রয়েছে।

আজকে চার ঘন্টার টাইম ফ্রেমে 1.13 এর নিচে ব্রেক আউট হতে পারে। তখন বায়াররা 1.13 এ মার্কেটে এন্ট্রি করতে পারে।

শুক্রবার বাজারে লক্ষ্য রাখার মতো ৩ টি বিষয় | ১০ই জুলাই, ২০২০