EUR/USD: টেকনিক্যাল এনালাইসিস | ১২ই আগস্ট, ২০২০

EUR/USD: টেকনিক্যাল এনালাইসিস | ১২ই আগস্ট, ২০২০ EUR/USD: টেকনিক্যাল এনালাইসিস | ১২ই আগস্ট, ২০২০

MarketDeal24.Com – এই সপ্তাহে ট্রেডারদের নজর থাকবে সাপ্তাহিক সাপোর্ট 1.1733 এর প্রতি। বায়ররা বেশি লক্ষ্য রাখবে উপরোক্ত লেভেলটিকে যেহেতু এটি ট্রেন্ড লাইন সাপোর্ট এর সাথে মিলিত অবস্থায় আছে। এই লেভেল থেকে প্রাইস বৃদ্ধি পেয়ে আগস্ট এর ওপেনিং লেভেল 1.1771 বা 1.18 তে যেতে পারে।

সাপ্তাহিক টাইম ফ্রেমে প্রাইসের দিকে লক্ষ্য করলে দেখা যায় সম্প্রতি আমরা ২৭ মাসের মধ্যে সর্বোচ্চ 1.1916 তে পৌঁছেছিলাম। 1.1733 এর উপরে পরবর্তী রেসিস্টেন্স হিসেবে দেখা যাচ্ছে ২০১৮ সালের ওপেনিং লেভেল 1.2004, যেখানে মূল্য হ্রাস পেলে EUR/USD পেয়ারটির প্রাইস ২০১৯ সালের ওপেনিং লেভেল 1.1445 তে নেমে যেতে পারে।

ডেইলি টাইম ফ্রেমেও প্রাইস এর গতিবিধি লক্ষ্য করলে দেখা যায় যে সাপ্তাহিক লেভেল 1.1733 সাপোর্ট হিসেবে কাজ করছে। ডেইলি চার্টে রেসিস্টেন্স হিসেবে রয়েছে 1.1940, যাকে ব্রেক করলে সাপ্তাহিক রেসিস্টেন্স 1.2004 উন্মুক্ত হয়ে যাবে। ডেইলি চার্টে 1.1733 এর নীচে সাপোর্ট হিসেবে রয়েছে ডেইলি সাপোর্ট 1.1594, যা কিনা সর্বোচ্চ 1.1147 থেকে নেওয়া চ্যানেল রেসিস্টেন্স (বর্তমানে সাপোর্ট) এর সাথে সম্পর্কিত।

বিবেচনার জায়গাগুলো:

সর্বোচ্চ 1.2555 থেকে নেওয়া সাপ্তাহিক ট্রেন্ড লাইন রেসিস্টেন্স এবং ৯ই মার্চের সর্বোচ্চ 1.1495 কে ব্রেক করলে একটি লং টার্ম টেকনিক্যাল ট্রেন্ড পরিবর্তন হতে পারে।

Forexmart

1.18 থেকে মূল্য হ্রাস পেলেও বায়াররা এখনো সাপ্তাহিক টাইম ফ্রেমে শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই 1.1733 তে মূল্য পরীক্ষিত হতে পারে নাহয় চার ঘন্টার ক্লোজিং 1.18 এর উপরে গিয়ে হতে পারে।

বুধবার বাজারে লক্ষ্য রাখার মতো ৩ টি বিষয় | ১২ই আগস্ট, ২০২০

২ Comments

  • মজুদ হ্রাসের প্রত্যাশায় তেলের মূল্যমান বৃদ্ধি; Brent crude বৃদ্ধি পেয়েছে 0.3%
    আগ ১২, ২০২০
  • GBP/USD: টেকনিক্যাল এনালাইসিস | ১২ই আগস্ট, ২০২০
    আগ ১২, ২০২০

leave a reply