EUR/USD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ২৩শে – ২৭শে নভেম্বর, ২০২০

EUR/USD: টেকনিক্যাল এনালাইসিস | ২৭শে নভেম্বর, ২০২০ EUR/USD: টেকনিক্যাল এনালাইসিস | ২৭শে নভেম্বর, ২০২০

সাপ্তাহিক লাভ/লস: +0.18%

সাপ্তাহিক ক্লোজ: 1.1855

EUR/USD সাপ্তাহিক টাইম ফ্রেম:

নভেম্বরের শুরুর দিকে সাপোর্ট লেভেল 1.1621 প্রাইসকে আকর্ষণ করলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঊর্ধ্বমুখী অবস্থায় দেখা গেছে EUR/USD পেয়ারটিকে।

বায়াররা যদি মার্কেটে ফিরে আসে তাহলে প্রাইসকে ২০১৮ সালের ওপেনিং লেভেল 1.2004 তে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যার পরেই রয়েছে Quasimodo রেসিস্টেন্স 1.2092।

Forexmart

ট্রেন্ড ট্রেডাররা খেয়াল করবে যে সর্বোচ্চ 1.2555 থেকে নেওয়া জুলাই এর ট্রেন্ড লাইন রেসিস্টেন্স ইতিমধ্যে ব্রেক হয়েছে।

ডেইলি টাইম ফ্রেম:

নভেম্বরের ৯ তারিখে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার চেস্টার আগে প্রাইস সাপোর্ট লেভেল 1.1594 এবং 50.0% retracement ratio 1.1582 এর দিকে গিয়েছিলো। অনেকে এটাকে বুলিশ অবস্থা তৈরির পূর্বাভাস হিসেবে ধরে নিয়েছে। রেসিস্টেন্স হিসেবে রয়েছে 1.1940 এবং Quasimodo রেসিস্টেন্স 1.1965।

ট্রেডাররা খেয়াল করবে যে উপরে উল্লেখিত রেসিস্টেন্সগুলোর উপরে সাপ্তাহিক রেসিস্টেন্স 1.2004 রয়েছে।

চার ঘন্টার টাইম ফ্রেম:

গত সপ্তাহের প্রথম দিকে Quasimodo রেসিস্টেন্স 1.1895 এবং 1.19 এর নীচে মূল্য অবস্থান করেছে। মূল্য 1.19 এর উপরে গেলে সেপ্টেম্বরের ওপেনিং ভ্যালু 1.1937 কে টার্গেট করবে।

গত সপ্তাহে 1.1820 লেভেলটি অনেক গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করেছে, যার ফলে সোমবারে ও বৃহস্পতিবারে মূল্য বৃদ্ধি পেয়েছে। 1.1820 এর নীচে রাউন্ড নাম্বার 1.18 এবং Quasimodo সাপোর্ট 1.1779 রয়েছে।

বিবেচনার জায়গাগুলো:

  • আজকে মার্কেটে লক্ষ্য রাখার মতো লেভেল হলো 1.18। এই রাউন্ড নাম্বারের নীচে সেল স্টপ লিক্যুডিটি রয়েছে।
  • আজকে চার ঘন্টার টাইম ফ্রেমে 1.1895 এবং 1.19 তে প্রাইস যেতে পারে, যদিও এই এরিয়া থেকে সেল হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • চার ঘন্টার টাইম ফ্রেমে 1.19 এর উপরে ব্রেক আউট বায়িং হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 1.1937 কে টার্গেট করবে।

leave a reply