সাপ্তাহিক লাভ/লস: +0.90%
সাপ্তাহিক ক্লোজ: 1.1962
EUR/USD সাপ্তাহিক টাইম ফ্রেম:
গত কয়েক সপ্তাহ ধরে সাপোর্ট 1.1621 এর উপরে বায়াররা মূল্য বৃদ্ধি করেছে এবং ২০১৮ সালের ওপেনিং লেভেল 1.2004 কে টার্গেট করেছিলো, যার পরেই রয়েছে Quasimodo রেসিস্টেন্স 1.2092।
ট্রেডাররা খেয়াল করবে যে সর্বোচ্চ 1.2555 থেকে নেওয়া জুলাই এর ট্রেন্ড লাইন রেসিস্টেন্স ইতিমধ্যেই ব্রেক হয়ে গিয়েছে এবং মার্চের ৯ তারিখের সর্বোচ্চ 1.1495 কে ব্রেক করার ফলে লং টার্মে বায়াররা মার্কেটের দখল নিতে পারে।
ডেইলি টাইম ফ্রেম:
যদিও সাপ্তাহিক টাইম ফ্রেমে এখনো মূল্য বৃদ্ধির সুযোগ রয়েছে, তবে ডেইলি টাইম ফ্রেম শুক্রবারে সেশনের সর্বোচ্চ পর্যায়ে হয়েছে যা কিনা Quasimodo রেসিস্টেন্স 1.1965 এর সাথে অবস্থিত।
এছাড়া ডেইলি Quasimodo রেসিস্টেন্স এর উপরেই রয়েছে সাপ্তাহিক রেসিস্টেন্স 1.2004।
চার ঘন্টার টাইম ফ্রেম:
শুক্রবারে মার্কিন ডলার ইনডেক্স 92.00 এর নিচে নেমে যাওয়ায় EUR/USD এর মূল্য বৃদ্ধি পেয়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ 1.1963 তে গিয়েছে।
বৃহস্পতিবারে 1.19 তে মূল্য পরীক্ষিত হওয়ার ফলে শুক্রবারে টেকনিক্যালি বায়ারদের দখলে চলে যায় মার্কেট, যেখানে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 1.1937 কে ব্রেক করেছে। ডেইলি Quasimodo রেসিস্টেন্স 1.1965 এর সাথে 1.20 হ্যান্ডেল এবং 161.8% Fibonacci projection point 1.2005 রেসিস্টেন্স হিসেবে কাজ করবে।
বিবেচনার জায়গাগুলো:
- চার ঘন্টার টাইম ফ্রেমে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 1.1937 সম্ভাব্য সাপোর্ট হিসেবে কাজ করবে।
- রেসিস্টেন্স হিসেবে রয়েছে ২০১৮ সালের ওপেনিং লেভেল 1.2004 এবং 1.20 হ্যান্ডেল।

