GBP/USD: টেকনিক্যাল এনালাইসিস । ২২শে সেপ্টেম্বর, ২০২০

সোমবারের মার্কেট ধস ও ডলারের মূল্যবৃদ্ধির ফলে স্টার্লিং এর মূল্য হ্রাস পেয়ে চার ঘন্টার টাইম ফ্রেমে 1.29 এবং 1.28 এর নিচে নেমে গিয়েছে। এর ফলে টেকনিক্যালি GBP/USD সাপোর্ট এরিয়া 1.27/1.2755 ([yellow] এর কাছাকাছি অবস্থান করছে, যা কিনা চার ঘন্টার টাইম ফ্রেমে 1.27 হ্যান্ডেল, 61.8% Fibonacci retracement ratio at 1.2718 [green], সাপ্তাহিক সাপোর্ট 1.2739 এবং চার ঘন্টার সাপোর্ট 1.2755 সমন্বয়ে গঠিত। এর পাশাপাশি, ট্রেডাররা আরো খেয়াল করবে যে এই সাপোর্ট জোনের সাথেই রয়েছে 200-day SMA (orange – 1.2727)।

বিবেচনার জায়গাগুলোঃ

যেখানে 1.28 এর নিচে সারাদিন বিয়ারিশ অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে, সেখানে ট্রেডাররা অনেক গুলো টাইম ফ্রেমে উপরে উল্লেখিত সাপোর্ট জোন 1.27/1.2755 এর প্রতি খেয়াল রাখবে, কারণ এর মধ্যে কয়েকটি শক্তিশালী লেভেল রয়েছে।

leave a reply