Major currency Pair সফলভাবে লেনদেন করার অনেক উপায় আছে । তার মধ্যে অন্যতম হলো cross currency পেয়ারের ব্যবহার করা । প্রতিটি major currency পেয়ারের আপেক্ষিক শক্তির ব্যাপারে cross currency কিছু ভালো ইঙ্গিত দিতে পারে ।
মনেকরুন, আপনি
EUR/USD এবং GBP/USD এর জন্যে একটি buy signal দেখলেন । কিন্তু এই মুহূর্তে আপনি আপনি
মাত্র একটি ট্রেড নিতে পারবেন । তাহলে আপনি কোনটা নিবেন?
এই প্রশ্নের সঠিক উত্তরের জন্যে আপনি EUR/GBP cross এর দিকে নজর দিলেন ।
যদি
EUR/GBP downtrend এ থাকে তাহলে বুঝতে হবে যে, পাউন্ড, Euro এর তুলনায় এই মুহূর্তে
অপেক্ষাকৃত শক্তিশালী । এই অবস্থায় সঠিক উত্তর হবে EUR/USD না কিনে GBP/USD ক্রয় করা
। যেহেতু পাউন্ডের বিপরীতে Euro এখন দুর্বল, তাই যদি এটি USD এর বিপরীতে শক্তিশালীও
হয়ে যায় তাহলে তা পাউন্ডের তুলনায় কমই থাকবে । তাই GBP/USD ই হলো ভালো ট্রেড ।
কোন currency cross কখন ব্যবহার করবেন
- আপনি সিদ্ধান্ত
নিতে পারছেন না EUR/USD কিনবেন নাকি USD/CHF বিক্রি করবেন? EUR/CHF এর দিকে লক্ষ্য
রাখুন ।
- আপনি সিদ্ধান্ত
নিতে পারছেন না USD/CHF কিনবেন নাকি USD/JPY বিক্রি করবেন? CHF/JPY এর দিকে লক্ষ্য
রাখুন ।
- আপনি সিদ্ধান্ত
নিতে পারছেন না EUR/USD কিনবেন নাকি USD/JPY বিক্রি করবেন? EUR/JPY এর দিকে লক্ষ্য
রাখুন ।
- আপনি সিদ্ধান্ত
নিতে পারছেন না GBP/USD কিনবেন নাকি USD/CHF বিক্রি করবেন? GBP/CHF এর দিকে লক্ষ্য
রাখুন ।
- আপনি সিদ্ধান্ত
নিতে পারছেন না GBP/USD কিনবেন নাকি USD/JPY বিক্রি করবেন? GBP/JPY এর দিকে লক্ষ্য
রাখুন ।
Cross Currency পেয়ারগুলো যেভাবে Dollar পেয়ারকে প্রভাবিত করে
কিছুক্ষনের জন্যে ধরে নিন যে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাঙ্ক Federal Reserve Systems সুদের হারে বৃদ্ধি এনেছে । ফলে ট্রেডাররা তাড়াতাড়ি যেসকল major currency এর বিপরীতে মার্কিন ডলার আছে তা কিনা শুরু করেছে ফলে EUR/USD এবং GBP/USD কমবে এবং USD/CHF এবং USD/JPY মূল্যে বৃদ্ধি পাবে । ওই মুহূর্তে আপনার যদি EUR/USD পেয়ারকে short করার ইচ্ছা থাকলেও বিক্রি করার ঠিক আগ মুহূর্তে দেখলেন যে, USD/JPY অনেকগুলো পিপ্স দিয়ে যাচ্ছে ।
কিছুক্ষন পরে আপনি (EUR/USD, USD/JPY) এই কারেন্সী
পেয়ারগুলোর চার্টে লক্ষ্য করলেন এবং মূল্য তুলনা করা শুরু করলেন । এই পর্যায়ে আপনি
লক্ষ্য করে দেখলেন যে, USD/JPY পেয়ারটি সবচেয়ে বেশি move করেছে । এই পেয়ারটি একটি
বড় resistance level ভেঙ্গে ২০০ পিপ্স পর্যন্ত ছাড়িয়েছে । অথচ অন্যদিকে, EUR/USD
মাত্র ১০০ পিপ্স উঠেছে এবং একটি বড় support level ভাঙ্গতে ব্যর্থ হয়েছে ।
এই ধরণের ফলাফল হচ্ছে কারেন্সী cross এর কারণে ।
যখন এই USD/JPY পেয়ারটি বড় resistance level ভেঙ্গে এটি হলো Stop Loss এবং
breakout trade এর যৌথ সমীকরণ । যেহেতু USD/JPY বেশি ক্রয় করলে Yen দুর্বল হয় যেটি
EUR/JPY কে তার major resistance level ভাঙ্গতে সাহায্য করবে । আবার এই দুইয়ের যৌথ
সমীকরণে আবার উপরের দিকে যাবে । যখন resistance level টি ভেঙ্গেছে এর কারণে
breakout এর সাথে stop loss টি টার্গেট হচ্ছে ফলে পেয়ারটি আরও উপরেরদিকে যাচ্ছে ।
এই ঘটনার কারণে ইউরো শক্তিশালী হচ্ছে এবং যাকিনা EUR /USD পতনকে কিছুটা কমিয়ে
দিচ্ছে ।
তাই আপনি একটি major currency নিয়ে ট্রেড করলেও cross কার্রেন্সিগুলো এর উপরে প্রভাব ফেলে ।
পূর্ববর্তী পরবর্তী