U.S. Futures নিম্নমুখী; করোনা আতঙ্কে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা

U.S. Futures নিম্নমুখী; করোনা আতঙ্কে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা U.S. Futures নিম্নমুখী; করোনা আতঙ্কে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা

MarketDeal24.Com – U.S. stocks মঙ্গলবার সামান্য নিম্নমুখী অবস্থায় ছিল। করোনা সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

পূর্বাঞ্চলীয় সময়ে সাতটা পাঁচে, S&P 500 Futures লেনদেনে 6 পয়েন্টস বা 0.2% হ্রাস পায়, Nasdaq Futures 13 পয়েন্টস বা 0.1% হ্রাস পায়। Dow Futures contract 75 পয়েন্টস বা 0.3% হ্রাস পায়।

তেলের মূল্য মঙ্গলবার নিম্নমুখী অবস্থায়। দ্বিতীয় দফা করোনা সংক্রমণে চাহিদা হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিনিয়োগকারীদের নজর থাকবে আমেরিকান পেট্রোলিয়াম ইন্সটিটিউট ইন্ডাস্ট্রি গ্রুপের ইনভেন্টরি ডাটার দিকে।

Forexmart

পূর্বাঞ্চলীয় সময়ে সাতটা পাঁচে, U.S. crude futures লেনদেনে 1.2% কমে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়ায় $39.23 এ। আন্তর্জাতিক বেঞ্চমার্ক Brent contract 1% কমে $41.43 তে অবস্থান করছে।

এছাড়া Gold futures 0.1% কমে প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে $1,782.45, অপরদিকে EUR/USD পেয়ারটি 0.3% কমে 1.1209 এ অবস্থান করছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ডলারের মূল্যমান হ্রাস করে বিশ্বে পরিবর্তন আনতে পারে; দাবি বিশ্লেষকদের

leave a reply