USD/CAD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ১৪ ই সেপ্টেম্বর

USD/CAD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস USD/CAD: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস

সাপ্তাহিক লাভ/লস: +0.87%

সাপ্তাহিক ক্লোজ: 1.3050

USD/CAD সাপ্তাহিক টাইম ফ্রেম:

টানা আট সপ্তাহের বিয়ারিশ অবস্থার অবসান ঘটিয়ে USD/CAD পেয়ারটি গত সপ্তাহে ঊর্ধ্বমুখী অবস্থায় সপ্তাহ শেষ করেছে। গত সপ্তাহে প্রত্যাশার চেয়ে শক্তিশালী ভাবে সাপোর্ট লেভেল 1.3059 থেকে মূল্য পুনরুদ্ধার শুরু হয়। এর ফলে সর্বনিম্ন 1.2061 থেকে শুরু সাপোর্ট ( বর্তমানে রেসিস্টেন্স) লেভেলের দেখা মিলে।

এই সপ্তাহে ঊর্ধ্বমুখী অবস্থা অব্যাহত থাকলে ২০১৭ সালের ওপেনিং লেভেল 1.3434 রেসিস্টেন্স হিসেবে কার্যকর অবস্থায় দেখা যেতে পারে।

Forexmart

ডেইলি টাইম ফ্রেম:

এই সপ্তাহে Quasimodo সাপোর্ট 1.3042 উল্লেখ্যযোগ্য ভিত্তি হিসেবে কাজ করবে। যেখানে সপ্তাহের শুরুতে বায় বৃদ্ধি পেলে রেসিস্টেন্স 1.3225 এর সাথে মিলিত হবে।

উপরে উল্লেখিত রেসিস্টেন্স লেভেল বিনিয়োগকারীদের আকর্ষণ করবে যেহেতু এটি সাপ্তাহিক ট্রেন্ড লাইন রেসিস্টেন্স এর সাথে অবস্থান করছে। 1.3225 এর উপরে রেসিস্টেন্স এর দিক থেকে সর্বোচ্চ 1.4265 থেকে শুরু হওয়া ট্রেন্ড লাইন রেসিস্টেন্স পর্যন্ত না যাওয়া পর্যন্ত তেমন কোনো রেসিস্টেন্স দেখা যাচ্ছে না। এই লেভেলটি সর্বনিম্ন 1.2957 থেকে নেওয়া ট্রেন্ড লাইন সাপোর্ট ( বর্তমানে রেসিস্টেন্স ), 200-day SMA (orange – 1.3520) এর সাথে মিলিত। যদিও এইসব ডেইলি লেভেলে যাওয়ার আগে সাপ্তাহিক রেসিস্টেন্স 1.3434 কে অতিক্রম করতে হবে।

H4 টাইম ফ্রেম:

শুক্রবারে USD/CADপেয়ারটি তে সীমিত পরিমাণ পরিবর্তন দেখা যায়, যেখানে বৃহস্পতিবারে দুইটি ট্রেন্ড লাইন রেসিস্টেন্স ( বর্তমানে সাপোর্ট ) 1.3646 এবং 1.3451 থেকে মূল্য পুনরুদ্ধার করে শুক্রবারে 1.32 হ্যান্ডেলের নিচে অবস্থান নেয়।

এই সপ্তাহে 1.32 কে অতিক্রম করে রেসিস্টেন্স 1.3232 এর প্রতি সবাই নজর দিবে, যা ব্রেক করলে 1.33 হ্যান্ডেল ও 127.2% Fibonacci extension point 1.3318 লেভেল দুইটি উন্মুক্ত হয়ে যাবে। ট্রেডাররা এটাও খেয়াল করতে পারে যে ছার ঘন্টার রেসিস্টেন্স 1.3232 বর্তমানে ডেইলি রেসিস্টেন্স 1.3225 এর সাথে মিলিত অবস্থায় আছে।

বিবেচনার জায়গাগুলো:

একদিকে সাপ্তাহিক সাপোর্ট 1.3059 ও ডেইলি Quasimodo সাপোর্ট 1.3042 এর দেখা মিলতে পারে আজকে, যা কিনা বিয়ারিশ হিসেবে নির্দেশনা দিবে। অন্যদিকে আমরা সাম্প্রতিক সময়ে সাপ্তাহিক প্রাইস ট্রেন্ড লাইন রেসিস্টেন্স এবং ডেইলি রেসিস্টেবসে পরিক্ষিত হয়েছে।

যদিও চার ঘন্টার টাইম ফ্রেমে 1.32 এর উপরে বুলিশ অবস্থা সৃষ্ট হলে ডেইলি রেসিস্টেন্স 1.3225 ও চার ঘন্টার রেসিস্টেন্স 1.3232/1.32 এর কারণে হতাশাজনক পরিস্থিতি তৈরি হতে পারে।

leave a reply