USD/CHF: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর – ৪ ডিসেম্বর, ২০২০

USD/CHF: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০ USD/CHF: সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস | ৩০ নভেম্বর - ৪ ডিসেম্বর, ২০২০

সাপ্তাহিক লাভ/লস: -0.72%

সাপ্তাহিক ক্লোজ: 0.9043

USD/CHF সাপ্তাহিক টাইম ফ্রেম:

রেসিস্টেন্স 0.9255 তে না গিয়ে সাপ্তাহিক প্রাইস হ্রাস পেয়ে সাপোর্ট 0.9014 এর দিকে নেমে আসে যা কিনা ABCD সাপোর্ট 0.9051 এর নীচে অবস্থিত। 0.9014 লেভেলটি ব্রেক করলে সাপোর্ট 0.8905 তে নেমে আসবে প্রাইস।

এটা মনে রাখতে হবে যে ২০১৯ সালের এপ্রিল মাসের পর থেকে মার্কেট নিম্নমুখী অবস্থায় রয়েছে।

Forexmart

ডেইলি টাইম ফ্রেম:

ডেইলি টাইম ফ্রেমেও মূল্য নিম্নমুখী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। নভেম্বরের শুরুর দিকে রেসিস্টেন্স 0.9187 তে মূল্য পরীক্ষিত হওয়ার পরে Quasimodo সাপোর্ট 0.9009 নিম্নমুখী টার্গেট হিসেবে কাজ করেছে, যা কিনা সাপ্তাহিক সাপোর্ট 0.9014 এর নীচে অবস্থিত।

চার ঘন্টার টাইম ফ্রেম:

বুধবারে 0.91 থেকে মূল্য হ্রাস পাওয়ার পরে বৃহস্পতিবারে ও শুক্রবারে 0.91 তে মূল্য পরীক্ষিত হতে ব্যর্থ হয়েছে।

চার্ট অনুযায়ী দেখতে পাই, সাম্প্রতিক সেলিং এর কারণে মূল্য বর্তমানে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 0.9038 তে অবস্থান করছে, যা ব্রেক করলে এই সপ্তাহে প্রাইস 0.90 তে নেমে যেতে পারে।

বিবেচনার জায়গাগুলো:

  • সাপোর্ট হিসেবে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল 0.9038 অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। যদি এই লেভেল ব্রেক করে তাহলে বিয়ারিশ অবস্থা তৈরি হবে।
  • সাপোর্ট হিসেবে 90 লেভেলটি এর প্রতি সবার নজর থাকবে, যার সাথেই রয়েছে সাপ্তাহিক সাপোর্ট 0.9014 এবং ডেইলি Quasimodo সাপোর্ট 0.9009।

leave a reply