XAU/USD (GOLD): টেকনিক্যাল এনালাইসিস | ১৬ই জুলাই, ২০২০

MarketDel24.Com – XAU/USD পেয়ারটি সাম্প্রতিক ট্রেডে কিছুটা স্থির অবস্থায় থাকলেও কালকে সর্বোচ্চ 1815.2 তে গিয়েছে। দিন শেষে GOLD ডেইলি টাইম ফ্রেমে ডজি ক্যান্ডেল গঠন করে ক্লোজ করেছে।

আজকে সকালের চার ঘন্টার চার্ট থেকে দেখা যায়, মঙ্গলবারে প্রাইস সাপোর্ট লেভেল 1791.7 এর সাথে মিলিত হয়েছে, যা কিনা সর্বনিম্ন 1670.4 থেকে নেওয়া ট্রেন্ড লাইন সাপোর্ট এর সাথে অবস্থান করছে। মূল্য বৃদ্ধি পাওয়ার আগে কয়েক পিপ্স এর জন্য 50.00% retracement ratio 1788.1 এর সাথে মিলিত হতে পারেনি। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় হলো উপরে উল্লেখিত চার ঘন্টার সাপোর্ট সাপ্তাহিক সাপোর্ট 1787.4 এর সাথে সংযুক্ত।

1791.7 থেকে পরীক্ষিত হয়ে উপরে উঠা বায়ারদের জন্য প্রাথমিক টেক প্রফিট টার্গেট হিসেবে রয়েছে 161.8% H4 Fibonacci extension point 1815.3। এর পরেই রয়েছে চার ঘন্টার Quasimodo রেসিস্টেন্স 1822.8।

এছাড়া সাপ্তাহিক টাইমফ্রেমে আকর্ষণীয় ব্যাপার হলো 1451.4/1703.2 এর মধ্যে একটি নিম্নমুখী ওয়েজ প্যাটার্ন রয়েছে। ডেইলি টাইমফ্রেমে সাপ্তাহিক Quasimodo রেসিস্টেন্সকে অতিক্রম করলে প্রাইস ডেইলি Quasimodo রেসিস্টেন্স 1841.0 তে যাওয়ার চেষ্টা করবে। 1841.0 তে যাওয়ার আগে ট্রেডাররা চাইবে 1787.4 তে একবার পরীক্ষিত হয়ে নিতে।

Forexmart

বিবেচনার জায়গাগুলো:

1791.7 তে পরীক্ষিত হওয়ার পরে বায় নেওয়া ট্রেডাররা 161.8% H4 Fibonacci extension point 1815.3 থেকে কিছুটা মুনাফা অর্জন করবে।

এদিকে বড় টাইম ফ্রেমে প্রাইস উপরের দিকে যাওয়ার ব্যাপারে নির্দেশ করছে, যেখানে 1822.8 এর উপরে অতিরিক্ত বায়িং হতে পারে।

AUD/USD: টেকনিক্যাল এনালাইসিস | ১৬ই জুলাই, ২০২০

  • মার্কিন-চীন দ্বন্দ্বে দুই দেশের শেয়ার বাজার নিম্নমুখী
    আগ ২৪, ২০২০

leave a reply