XAU/USD (GOLD): সাপ্তাহিক টেকনিক্যাল এনালাইসিস

সাপ্তাহিক লাভ/লস: +0.33%

সাপ্তাহিক ক্লোজ: $1,940.45

XAU/USD (GOLD) সাপ্তাহিক টাইম ফ্রেম:

স্পট গোল্ড গত সপ্তাহে সাপোর্ট লেভেল $1,921.00 এবং $1,882.70 থেকে ঊর্ধ্বমুখী অবস্থায় ক্লোজ হয়েছে। যদিও অনেক ট্রেডাররা খেয়াল করবে যে গত সপ্তাহে ডোজি ক্যান্ডেল গঠন করে ক্লোজ হয়েছে। বর্তমান ট্রেন্ড ২০১৬ সাল থেকে ঊর্ধ্বমুখী থাকার ফলে গত সপ্তাহে মূল্যহ্রাস পেলেও সাপোর্ট লেভেল $1,882.70 এবং $1,921.00 মিলে এই সপ্তাহে বায়ারদের উদ্বুদ্ধ করতে পারবে এবং প্রাথমিক ভাবে সর্বকালের সর্বোচ্চ পর্যায় $2,075.28 কে টার্গেট করবে।

আর যদি মূল্য বৃদ্ধি করতে ব্যর্থ হয় তাহলে সর্বোচ্চ $1,703.28 থেকে শুরু হওয়া সাপোর্ট (আগে রেসিস্টেন্স ছিল) সবার নজরে আসবে।

Forexmart

ডেইলি টাইম ফ্রেম:

ডেইলি টাইম ফ্রেমে প্রাইসের গতিবিধি লক্ষ্য করলে দেখা যায় বর্তমান প্রাইস সর্বনিম্ন $1,455.32 থেকে শুরু হওয়া চ্যানেল সাপোর্ট এ পরীক্ষিত হচ্ছে। এছাড়া আরো মনে রাখতে হবে যে $1,911.90 তে একটি গুরুত্বপূর্ন সাপোর্ট রয়েছে। টেকনিক্যাল ট্রেডাররা খেয়াল করবে যে বৃহস্পতিবারে শুটিং স্টার ক্যান্দেল স্টিক প্যাটার্ন তৈরি হয়েছিলো। এই সপ্তাহে সেপ্টেম্বর ১ এর সর্বোচ্চ $1,992.56 সম্ভাব্য রেসিস্টেন্স হিসেবে কাজ করবে। এই লেভেল ব্রেক করলে আগস্ট ১৮ এর সর্বোচ্চ $2,015.72 এর দিকে ধাবিত হবে প্রাইস। আর যদি মূল্য হ্রাস পায় তাহলে সাপ্তাহিক সাপোর্ট $1,882.70 তে যেতে পারে প্রাইস।

H4 টাইম ফ্রেম:

চার ঘণ্টার টাইম ফ্রেমে দেখতে পাই যে প্রাইস বড় টাইম ফ্রেমের পরিচিত সাপোর্ট এরিয়া $1,911.90-$1,921.00 (green) তে অবস্থান করে। এই লেভেল থেকে প্রাইস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাইস বৃদ্ধি পেলে সামনে রয়েছে সেপ্টেম্বরের ওপেনিং লেভেল $1,966.16 এবং আগস্টের ওপেনিং লেভেল $1,975.90 তে।

বিবেচনার জায়গাগুলোঃ

  • ২০১৬ এর পর থেকে ট্রেন্ড ঊর্ধ্বমুখী থাকার ফলে মার্কেট এখনো বায়ারদের দখলেই রয়েছে।
  • এই সপ্তাহে ট্রেডাররা বড় টাইম ফ্রেমের সাপোর্ট এরিয়া $1,911.90-$1,921.00 কে গভীরভাবে পর্যবেক্ষণ করবে। এই অঞ্চল থেকে একটি চার ঘণ্টার বুলিশ ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে যা কিনা বায়রদেরকে $1,966.16/$1,975.90 তে টার্গেট করাতে পারে।

leave a reply