MarketDeal24.Com – আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১০.৩০ মিনিটে এই আইটেমটির বিশেষ মুভমেন্ট দেখা যাবে , কারন আজ চীন আমেরিকার বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভবনা রয়েছে যেহেতু বেশ অনেক দিন ধরেই চীন আমেরিকা বাণিজ্য যুদ্ধের কিছুটা ভাটা পড়বে এই চুক্তির মাধ্যমে এমন আশা করা হচ্ছে তাই এই পেয়ারটি নিয়ে আমরা টেকনিক্যাল এনালাইসিস আপনাদের সাথে শেয়ার করছি ,
যদিও এই পেয়ারটি গত সপ্তাহে ইরান আমেরিকার যুদ্ধের প্রভাবে অনেক উর্ধ্মুখি হয়েছিলো এবং বুল্লিশ ট্রেন্ডেই ছিলো কিন্তু ইরান আমেরিকাকে আক্রমন করার পর আমেরিকার পক্ষ থেকে পাল্টা জবাব হিসাবে শান্তির আহবান জানায় ডোনাল্ড ট্রাম্প কেননা ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক ভাবে কোণঠাসা হয়ে আছেন , এই মুহুর্তে কোন রকম যুদ্ধে জড়ালে আগামী নির্বাচনে তার প্রভাব পড়বে এবং আমেরিকার অর্থনিতির বাজে অবস্থা তৈরি হবে যার ফলে তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন । আর তার কারনে বিনিয়োগকারীরা আবারো ডলার এর উপর বিনিয়োগ করার ফলে XAUUSD পেয়ারটি কিছু সময়ের জন্য বেয়ারিশ ট্রেন্ড শুরু করে তবে সেই ট্রেন্ডটি কোন সাপোর্ট পর্যন্ত যাওয়ার সম্ভবনা রয়েছে তা আমরা টেকনিক্যালি আপনাদের সাথে শেয়ার করছি ।


৩০ মিনিটের টাইম্ফ্রেম চার্টে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি যে একটি সাপোর্ট ও রেসিস্টেন্স ট্রেন্ডলাইনের মাঝে বর্তমানে মার্কেট রয়েছে আমরা আশা করছি যদি আজ US CHINA TRADE DEAL ইতিবাচকভাবে শেষ হয় সে ক্ষেত্রে মার্কেট এর দর নিম্মমুখি হবে এবং নিম্নের ট্রেন্ড লাইনকে ব্রেক করে প্রথমে 1535 লেভেলে যাবে এবং সে লেভেলকে অতিক্রম করলে 1525 লেভেলকে মার্কেট টেস্ট করবে , কিন্তু বর্তমান প্রাইস লেভেলের কাছে 1545 প্রাইস লেভেলটি খুব গুরুত্তপুর্ন তাই এই লেভেলকে অতিক্রম করা পর্যন্ত আমাদের সেল এন্ট্রি থেকে বিরত থাকতে হবে ।
ফরেক্স ব্রোকারে একটি ডেমো একাউন্ট খুলুন – Open Trading Account