MarketDeal24.Com – আসসালামু আলাইকুম , আশা করি সপ্তাহের দ্বিতীয় দিন আপনাদের XAUUSD পেয়ারের ট্রেডিং একটা সফল ও ভালো দিন কাটানোর সুযোগ করে দিয়েছে । আমি গতকালের XAUUSD টেকনিক্যাল এনালাইসিস পোস্টে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এই পেয়ারটি 1480.00 প্রাইস লেভেলে যাওয়ার চেস্টা করছে এবং এই প্রাইস লেভেল থেকে টেস্ট করে নিম্মমুখি হবে অথবা এই লেভেলকে অতিক্রম করবে , তবে এই মুহুর্তে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধ অন্য এক মোড় নিয়েছে ডোনাল্ড ট্রাম্প এর টুইটে তাই আশা করা যাচ্ছে XAUUSD এই রেসিস্টেন্সকে ও ব্রেক করে 1500.00 প্রাইসে লেভেলকে টেস্ট করতে পারে তবে তার জন্য আজ বুধবার একটি শক্তিশালী BULLISH কেন্ডেল এর অপেক্ষায় আছি যা ডেইলি টাইম ফ্রেমে দেখতে হবে । নিচের ছবিতে সাপোর্ট ও রেসিস্টেন্স দ্বারা বুঝানোর চেস্টা করেছি ।
ডেইলি টাইম্ফ্রেম চার্টে 1480.00 এর পরে 1485.00 থেকে 1490.00 প্রাইস লেভেলে সতর্ক থেকে ট্রেড নিতে হবে কারন কাছাকাছি একটি ট্রেন্ড লাইন অপেক্ষা করছে তাই এই লেভেলে আমরা একটি শক্তিশালী BULLISH কেন্ডেল এর অপেক্ষা করতে হবে তবে আমি গত কালের প্রফিট নিয়ে মার্কেট থেকে বিরত আছি এবং অপেক্ষা করছি ভালো একটি এন্ট্রি নেওয়ার । ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য । পরবর্তি আপডেট পেতে আমাদের সাইটের নোটিফিকেশন বাটন অন করে রাখুন ।
News Source – MarketDeal24.Com International News Desk
চীন-মার্কিন বাণিজ্য চুক্তির জন্য অপেক্ষা করতে হবে ২০২০ সালের নির্বাচন পর্যন্ত : ট্রাম্প