MarketDeal24.Com – আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন , এই সপ্তাহের প্রথম এনালাইসিস আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্যাস্ততার কারনে অনেকদিন যাবত আপনাদের সাথে কোন ধরনের এনালাইসিস শেয়ার করতে পারছিলাম না , যাই হোক আজ আবারো XAUUSD টেকনিক্যাল এনালাইসিস শেয়ার করবো , গত সপ্তাহের XAUUSD এনালাইসিসে আমি বলেছিলাম XAUUSD পেয়ারটি 1500.00 প্রাইস লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে কিছু সময়ের জন্য হলেও একটি শক্তিশালী সাপোর্টকে টেস্ট করবে তবে এই মুহুর্তে ৫ বারের মত একটি সাপোর্টকে প্রাইস টেস্ট করেছে তবে আমি আরো অপেক্ষা করতে হবে একটি ভালো এন্ট্রি নেওয়ার জন্য আমি নিচের ছবিতে সাপোর্ট ও রেসিস্টেন্স এর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেস্টা করেছি যে কোন লেভেল থেকে ঝুকিমুক্ত একটি এন্ট্রি নেওয়া যেতে পারে , তবে আমি গত সপ্তাহে থেকেই BUY এন্ট্রি নিয়ে রেখেছি এই পেয়ারটিতে ।
উপরের ছবিতে নিচের সাপোর্ট থেকে সামনের রেসিস্টেন্সে যাওয়ার একটি চিত্র তুলে ধরা হলো যদি মার্কেট এই সাপোর্ট থেকে 1480.00 লেভেলকে অতিক্রম করে তাহলে 1485.00 প্রাইস লেভেলে গিয়ে একটি ছোট খাটো রিস্টেস্মেন্ট নিতে পারে তবে মার্কেট 1480.00 প্রাইস লেভেল থেকে টেস্ট করে আবারো নিম্মমুখি হতে পারে কারন বর্তমানে 1480.00 লেভেলটি একটি রেসিস্টেন্স হিসাবে কাজ করছে । আশা করা যাচ্ছে এই সপ্তাহে আমরা রেসিস্টেন্সকে টেস্ট অথবা ব্রেক করা দেখতে পারি ইন শা আল্লাহ্ । আগামী আপডেট জানার জন্য সাইটের নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখুন , ধন্যবাদ সকলকে ।