Tanvirul Islam – GOLD কমোডেটি আইটেমটি বর্তমান সাপোর্ট থেকে 1700.00 প্রাইস লেভেলে যাওয়ার সম্ভাবনা , খুব কম সময়ের মধ্যে XAUUSD এই পেয়ারটি খুব দ্রুত মূল্য বৃদ্ধি করেছে , করোনা ভাইরাসের জন্য বর্তমানে বিশ্ব অর্থনীতি মন্ধা অবস্থায় আছে তাই বিনিয়োগকারীরা XAUUSD পেয়ারটি দিকে বিনিয়োগ করার মনোযোগ বাড়িয়ে দিয়েছে , তবে টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী গত ৬/৭ দিন যাবত এই পেয়ারটি অতিরিক্ত বুল্লিশ থাকার কারনে টেকনিক্যাল ইন্ডিকেটর গুলো প্রাইস কারেকশনে যাওয়া যাওয়া দরকার তা বুঝাচ্ছিলো ,
তবে এই প্রাইস কারেকশনটি কয়েকটি সাপোর্ট কে টেস্ট করে অতপর মার্কেট 1700.00 প্রাইস লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে , তবে আমি ব্যাক্তিগত ভাবে আশাবাদী এই ফ্রেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে মার্কেট 1700.00 প্রাইস লেভেলে যাওয়ার সম্ভাবনা বেশি কারন আগামীকাল এবং শুক্রবার যুক্তরাষ্ট্রের কিছু খবরের উপর নজর রাখবো আমরা তার মধ্যে উল্লেখযোগ্য খবর গুলি হলো ,
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট//US GDP Growth (Q4 2019) (2nd est.)
যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষেত্রে GDP এর দ্বিতীয় ও তৃতীয় অনুমানে সেরকম কিছু থাকে না, বিশেষত যখন বিশেষজ্ঞরা আশা করছে প্রথম হিসেবের ক্ষেত্রে সেরকম অর্থপূর্ণ কিছু নেই। কিন্তু যেই হারে সবকিছু চলছে, মঙ্গলবারের মধ্যে মার্কিন বিনিয়োগকারীরা হয় অনেক ভালো সংবাদ পাবে নাহলে অনেক খারাপ সংবাদ পাবে। সে ক্ষেত্রে ডলারের বিপরীতে Gold এর মূল্য ব্যাপকহারে পরিবর্তিত হবে।
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট// Durable Goods Orders (Jan)
বৃহস্পতিবারে প্রকাশিত হতে যাওয়া জানুয়ারি মাসের টেকসই পণ্যের তথ্য হয় অনেক ভালো কোনো খবর নিয়ে আসবে অথবা এই নিম্নমুখী বাজারকে আরো নিম্নমুখী করে দিবে। ডিসেম্বরে প্রত্যাশার চেয়ে ভালো সংখ্যা প্রকাশিত হয়েছিল প্রতিরক্ষা খাতে 89.9% খরচ বৃদ্ধি পাওয়ায় যা কিনা এই মাসে না হওয়ার সম্ভাবনা বেশি।
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট//Initial Jobless Claims
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট//PCE Price Inflation (Jan)
মার্কেট বিশেষজ্ঞরা আশা করছেন PCE Price Index কিছুটা উপরের দিকে উঠবে।সাম্প্রতিক ফেডারেল রিজার্ভের কিছু বক্তৃতা থেকে আশা করা হচ্ছে সুদের হার কিছুটা কর্তন করা হতে পারে। আর তা হলে এর ইতিবাচক প্রভাব Gold এবং মার্কিন ডলার উভয়ের উপরই পড়বে।
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮ টা ৩০ মিনিটে // Personal Income & Spending (Jan)
মার্কিন অর্থনীতিতে এখন সাপোর্ট দেওয়ার মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের খরচের রিপোর্টটা। এটি ফেডারেল রিজার্ভকে সাপোর্ট দিতে পারে যে সুদের হার আর কর্তন করতে নাও হতে পারে। তবে PCE থেকে এটির উপরের দিকে উঠার সম্ভাবনা কম, তাই এটির হতাশাজনক ফলাফলের ব্যাপারে Gold অনেক সতর্ক অবস্থায় থাকবে।
তবে টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী আমি কিছু সাপোর্ট লেভেলে এই পেয়ারটিতে BUY ট্রেড নেওয়ার পরিকল্পনা করেছি এবং তা নিম্নের চিত্রে তুলে ধরা হয়েছে


আমি আশাবাদী মার্কেট বর্তমানে যে সাপোর্টকে (1626.00) টেস্ট করেছে ঐ সাপোর্ট লেভেল থেকেই মার্কেট উর্ধ্মূখি যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আমরা যদি রিস্ক ফ্রি একটি এন্ট্রি নিতে চাই তাহলে 1660.00 লেভেল পর্যন্ত অপেক্ষা করতে হবে । তবে এই সময়ে যেহেতু মার্কেট ফান্ডামেন্টাল এর খুব বেশি প্রভাব পড়ছে তাই আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং করোনা ভাইরাসের খবর গুলোর উপর নজর রাখতে হবে ।
মার্কিন ডলারের মূল্যবৃদ্ধি; যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করলো CDC